প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫
শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে: রিজওয়ানা হাসানা
||
নিবার সন্ধ্যায় গাজীপুর নগরীর পিটিআই অডিটরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, আমরা ঢাকার চারটি নদী দখল-দূষণমুক্ত করার চুক্তি করে কর্মপরিকল্পনা দিয়ে যাব। কারণ এসব কাজ আমাদের সময়ের মধ্যে করতে পারব না। তবে আমাদের সময়ের মধ্যেই তুরাগ নদের পুনরুদ্ধার শুরু হবে। গাছা খাল, লবণদহ, পুকুর উদ্ধার ও ৮ আগস্টের পর দখল হওয়া ও ঝামেলা কম এমন দখল হওয়া বনভূমি উদ্ধার এই কয়েকটি কাজ আমরা আগে শেষ করতে চাই।বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, বাংলাদেশ নদী পরিব্রাজক ও নদীপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। নদী নিয়ে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
সম্পাদক ও প্রকাশক : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী
কপিরাইট © ২০২৫ যুব কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত