প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫
রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’া
||
রাশেদুল হাসান বলেন, কবিতা অনুভূতির এক নৈঃশব্দ্য যাত্রা। বইয়ের প্রতিটি পঙক্তির ভাঁজে লুকিয়ে আছে হারানোর ব্যথা, স্মৃতির সুরভি আর অনন্ত অপেক্ষার রং। এখানে মিশে আছে বিরহের নীল সুর, বিষণ্নতার ম্লান আলো, আর ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।এ বিষয়ে প্রকাশক ও কবি খালেদ রাহী বলেন, দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করে আসছেন রাশেদুল হাসান। তার কবিতার চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রয়োগের ধরন চমৎকার। আশা করছি বইটি পাঠক নন্দিত হবে।
সম্পাদক ও প্রকাশক : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী
কপিরাইট © ২০২৫ যুব কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত